Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অবৈধ যানবাহন অপসারনের দাবী

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহর থেকে অবৈধ যানবাহন অপসারনের দাবী উঠেছে। সোমবার দুপুরে জগন্নাথপুর মাসিক আইন শ্ঙ্খৃলাসভায় এ দাবী তুলেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই জগন্নাথপুর পৌরশহরে ট্রলি, টমটম, ইজিবাইকসহ অবৈধ যানবাহন চলাচল মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় তীব্র যানজট দেখা দেয়। ফলে জনদূর্ভোগ লেগেই থাকে। তাই নাগরিক দূর্ভোগ এড়াতে দ্রুত অবৈধ যানবাহনগুলো বন্ধের জন্য আহবান জানানো হয়।
উপজেলা সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, জগন্নাথুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শায়খুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, বাজার বনিক সমিতিরি সভায় আফছর উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, পরিবহন মালিক সমিতির সভাপতি নিজামুল হক।

Exit mobile version