Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অভিযানের খবরে দ্রুত বন্ধ হয়ে যায় ঔষধের দোকানপাট

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)- ৯ সুনামগঞ্জ দলের যৌথ অভিযানে নামলে মূর্হুতের মধ্যে শহরের জগন্নাথপুর বাজারের ঔষধের দোকানপাট বন্ধ হয়ে যায়। গায়েব হয়ে যান ফার্মেসীর পরিচালকগণ।
জানা যায়, আজ শহরের মুক্তিযোদ্ধা মোড় এলাকায় অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)- ৯ সুনামগঞ্জের একটি দল। অভিযানকালে তিনটি ্ঔষধের দোকানে জরিমানা আদায় করা হয়। এখবর জগন্নাথপুর বাজারে ছড়িয়ে পড়লে মুর্হুতের মধ্যে বাজারের শতাধিক ঔষধের দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। আতংক দেখা দেয় ফার্মেসীর মালিক আর পরিচালকগণদের মধ্যে। তবে অভিযান অংশ নেয়া দলটি জগনন্নাথপুরে ত্যাগ করার পর পরই বন্ধ থাকা ঔষধের প্রতিষ্ঠানগুলো আবার খুলতে দেখা গেছে।

Exit mobile version