Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান- ফসলহারা মানুষের মতো বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবে সরকার

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার ফসলহারা মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবে। তিনি দলীয় নেতাকর্মীদের অতিবৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বন্যার সৃষ্টি হওয়ায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের প্রশাসনসহ দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। মন্ত্রী বলেন, বর্তমান সরকার হাওর অঞ্চলসহ গ্রাম বাংলার অবহেলিত বঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করছে। গ্রামের মানুষদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। কিন্তুু একটি কুচক্রি মহল এসব উন্নয়ন না দেখে সরকারের বিরুদ্ধে মিথ্যে সমালোচনা করে অপপ্রচার চালাচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি জনগনকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি রবিবার রাত আটটায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছদরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সেক্রেটারী রেজাউল করিম রিজু,

ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মজনু মিয়া,রানীগঞ্জ কলেজ অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর,রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সামাদ,রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,সাবেক চেয়ারম্যান মজলুল হক,আওয়ামীলীগ নেতা হাজী ফজলুল হক,মকবুল হোসেন,উপজেলা যুবলীগ সহ-সভাপতি সালেহ আহমদ,ওয়ার্ড যুবলীগ সভাপতি বাদল দাস,উপজেলা ছাত্রলীগ নেতা হিবলু তালুকদার প্রমুখ।সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ ও অফিসার ইনচার্জ হারুন রশীদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা,রানীগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version