Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ভাইস চেয়ারম্যানের আশু সুস্থতা কামনা ও অবৈধ জুয়া তীরখেলা বন্ধের দাবি জানানো হয়

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অবৈধ জুয়া ও তীর খেলা বন্ধ করার জোর দাবি জানানো হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙ্কলা কমিটির সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এ দাবি জানান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্ঠা আতাউর রহমান,বিশেষ অতিথির বক্তব্য দেন । জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর
নুর, বিদ্যুৎ নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার অন্যানের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর থানার উপ-পরির্দশক সাইফুল আলম,চেয়ারম্যান আব্দুল হাশিম, সিরাজুল হক, শহিদুল ইসলাম, রানা. মুক্তিযোদ্ধা ডেপুটি কম্পান্ডার আব্দুল হক,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় শিক্ষক সাইফুল ইসলাম রিপন,,প্যানেল মেয়র সফিকুল হক,বাসমালিক সমিতির সভাপতি নিজামুল করিম,বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির আলী,সহজনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য দেন। সভায় পবিত্র ঈদুল ফিতর ও রথযাত্রা উৎসব সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি সম্প্রতি জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্পটে অবৈধ জুয়া তীর খেলা মহামারি আকার ধারণ করায় ব্যবসায়ী ও যুব সমাজ ধ্বংস হচ্ছে বলে উল্লেখ করে তা অভিলম্বে বন্ধ করার আহ্বান জাননো হয়। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্ঠা বিজন কুমার দেব সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তাঁর আশু সুস্থতা কামনা করা হয়।

Exit mobile version