Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় বসন্ত মেলার নামে জুয়ার আসর বন্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বসন্তমেলার নামে জুয়ার আসর ও অশ্লীল যাত্রাগান চালুর প্রচেষ্ঠা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, পৌর মেয়র আব্দুল মনাফ,জগন্নাথপুর থানার উপ-পরির্দশক কবির উদ্দিন,মুক্তিযোদ্ধা আব্দুল হক,শিক্ষক সাইফুল ইসলাম,জগন্নাথপুর বাস মালিক সমিতির সভাপতি নিজামুল কবির প্রমুখ
সভায় মুক্তিযোদ্ধা আব্দুল হক বলেন,উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের মাঠে বসন্ত মেলার নামে এলাকার কিছু চিহিৃত জুয়ারী মাদক, জুয়ার আসর ও অশ্লীল যাত্রাগানের বসানোর চেষ্ঠা চালায়। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই প্রশাসন এসব বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, সংস্কৃতির নামে কোন ধরনের অপসংস্কৃতি চলতে দেয়া ঠিক হবে না। তাই সাদিপুরের বসন্ত মেলার নামে অসামাজিকতার আয়োজনের প্রস্তুতি বন্ধ করতে হবে।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক কবির উদ্দিন বলেন, পুলিশ প্রশাসন এসব অসামাজিক কার্যক্রম বন্ধে তৎপর রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন,প্রশাসনের অনুমতি না নিয়ে কোন মেলা করতে দেয়া হবে না। সাদিপুরে মেলা আয়োজনের উদ্যেগ নিলে প্রশাসন কঠোর ভাবে পদক্ষেপ নিবে।
উল্লেখ্য ৮ ফেব্রুয়ারি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গ্রামের মাঠে এলাকার চিহিৃত কিছু জুয়ারী বসন্ত মেলার নামে গত তিন বছরের ধারাবাহিকতায় জুয়া,মদ ও অশ্লীল যাত্রাগানের আয়োজন উদ্যোগ নেয়ার অভিযোগ এনে এসব বন্ধে লিখিত আবেদন করেন।

Exit mobile version