Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় কর্মকর্তাদের অনুপস্থিতি অভয়াশ্রম স্হাপনে অনিয়মে ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার,
জগন্নাথপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় কর্মকর্তাদের অনুপস্থিতি ও নলজুর নদীতে শুকনো জায়গায় অভয়াশ্রম স্হাপনে অনিয়মের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করা হয়।সোমবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার ভূমি ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। ৪২ সদস্য বিশিষ্ট কমিটিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সদস্য থাকলেও সভায় বিভিন্ন দপ্তরের অধিকাংশ কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম সভায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা কমিটির মতো গুরুত্বপূর্ণ সভায়  প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা না থাকা দুঃখজনক।
রেজাউল করিম জানান,বিভিন্ন দপ্তরেরকর্মকর্তারা প্রায়ই এসব সভায় অনুপস্থিত থাকেন। তাই তাদের উপস্হিতি নিশ্চিত করতে বলেছি
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় বলেন, আইনশৃঙ্খলা কমিটির সদস্য রেজাউল করিমের বক্তব্য সমর্থন করে উপস্হিত বক্তারা কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,আগামীতে কমিটির সদস্যদের উপস্হিতি নিশ্চিত করতে বলা হয়।
শিক্ষক সাইফুল ইসলাম রিপন বলেন,উপজেলা পরিষদের সামনে কয়েকদিন আগেও যেখানে শিশুরা খেলাধুলা করত ও আখড়া বাড়ির সামনে শুকনো জায়গায় দুটি অভায়াশ্রম স্হাপনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ড পাউবোর ফসলরক্ষা বাঁধের চুড়ান্ত বিল দিতে বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিল দেয়ার দাবি জানানো হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি কমিশনার ভূমি ইয়াসির আরাফাত বলেন,কর্মকর্তাদের উপস্হিত কম থাকার বিষয়টি আলোচনা হয়েছে। আগামীতে তা নিশ্চিত করা হবে। সভায় বক্তব্য দেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম,কমিটির সদস্য উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুদন ধর,জগন্নাথপুর
প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পাটলী ইউনিয়ন পয়রিষদের চেয়ারম্যান সিরাজুল হক,কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাশিম,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেছুর রহমান,জগন্নাথপুর থানার উপ পরিদর্শক আতিকুর রহমাম,শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ

Exit mobile version