Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই ব্যবসায়ী কে অর্থদণ্ড, তিনজন ছাড়া পেলেন মুছলেকায়

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর পৌরশহরে সরকারী আইন অমান্য করে দোকান খোলা রাখায় পাঁচ ব্যবসায়ী কে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (২৯ জুন) বিকেলে সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে প্রশাসনে পক্ষে
ভ্রাম্যমাণ আদালতের একটিদল শহরের জগন্নাথপুর বাজারে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করে। আটককৃতরা হলেন সৌরভ ষ্টোরের মালিক , ছইল মিয়া ষ্টোর এর মালিক। এছাড়াও অধিক দেবনাথ,স্বপন পোগ ও লিটন কর।
এরমধ্যে ছইল মিয়া এবং সৌরভ ষ্টোরের মালিক কে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপর তিনজন কে মুছলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত জানান, নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তাদের কে আটক করা হয়েছিল। এরমধ্যে দুইজন কে জরিমানা করা হয়েছে। অপর তিন কে মুছলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।

Exit mobile version