Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা সোনা মিয়ার ইন্তেকাল পরিকল্পনামন্ত্রী সহ বিভিন্ন মহলের শোক

জগন্নাথপুর উপজেলা চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর চিলাউড়া গ্রামের হাজী বাড়ীর বাসিন্দা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব  হাজী সোনা মিয়া(৭৫) আজ সকাল ৭ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা হাসপাতালে বাধ্যকজনিত কারণে  ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ…… রাজিউন)

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৬ ছেলে ৬ মেয়ে ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।মরহুমের নামাজে জানাজা আজ বিকাল ৪:৪৫ ঘটিকার সময় রসুলপুর চিলাউড়া শাহী ঈদগাহে অনুষ্টিত হবে।

মরুহল হাজী সোনা জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের বাবা।

এদিকে আওয়ামী লীগ নেতা সুনা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, জেলা আওয়ামীলীগ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  আকমল হোসেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামী লীগ
সহ সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান,পৌর আওয়ামী লীগ সভাপতি ডাক্তার আবদুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী,সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া,আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, ফররুখ আহমদ উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, বর্তমান সভাপতি সাফরোজ ইসলাম সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাধারণ সম্পাদক শাহ রুহেল চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, হাজী সোহাহর আলী সোনা মিয়া রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজে সংম্পৃক্ত ছিলেন। তিনি রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য ছিলেন। এলাকায় সালিশী ব্যক্তি হিসেবে তাঁর পরিচিত রয়েছে।

Exit mobile version