Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত মনোনয়নপত্র পেলেন জগন্নাথপুরে সাত চেয়ারম্যান প্রার্থী

স্টাফ রিপোর্টার:: পঞ্চম দফায় আগামী ২৮ মে ২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ও কেন্দ্রীয় নির্বাচনী মনোনয়ন বোর্ড জগন্নাথপুরের ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের একক প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দিয়েছে। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলের কেন্দ্রীয় কমিটির নেতারা হস্তান্তর করেন। এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ইউনিয়নের সাত চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়ন গ্রহণ করেন। আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থীরা হলেন- কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, পাটলী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আঙ্গুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা আরশ মিয়া, রানীগঞ্জ ইউনিয়নে শহীদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ নেতা শাহ আবু ঈমানী ও পাইলগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আপ্তাব উদ্দিন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু কেন্দ্রীয় মনোয়ন বোর্ডের নেতারা উপজেলা আওয়ামীলীগের প্রতিনিধি হিসেবে তাঁর কাছে উপজেলার সাত টি ইউনিয়নের মনোনয়নপত্র তুলে দেন বলে জানান।
মনোনয়নপত্র পাওয়ার পর বুধবার প্রার্থীরা নিজ নিজ এলাকায় এসে ব্যাপক উৎসাহ-উদ্দীপণার মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেবেন বলে জানিয়েছেন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আরশ মিয়া জানান, বুধবার দুপুরে আমাদের দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী স্বাক্ষরিত কপি হাতে পেয়েছি। এলাকায় এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ শুরু করব। অন্যান্য চেয়ারম্যান পদ প্রার্থীরাও প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত কপি হাতে পাওয়ার কথা জানান।
এদিকে, মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীরা মোটা অংকের মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। মনোনয়ন বঞ্চিত আশারকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব খান বলেন, শুনেছি বিশাল অংকের টাকার বিনিময়ে আমাকে মনোনয়ন বঞ্চিত করে একজন ধর্ণাঢ্য প্রবাসীকে মনোনয়ন দেয়া হয়েছে। জনগন আমাকে নির্বাচন করার জন্য উৎসাহ দিচ্ছে। তাই আমি স্বতন্ত্র নির্বাচন করব। পাটলী ইউনিয়নের মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক বলেন, তৃণমুল থেকে আমার নাম এককভাবে কেন্দ্রে যাওয়ার পরও কীভাবে পরিবর্তন হয়েছে তা বুঝে উঠতে পারছি না। জনগন চায় আমি নির্বাচন করি। আমার ইউনিয়নের সর্বস্তরের জনগনের স্বতঃস্ফুত দাবির প্রেক্ষিতে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Exit mobile version