Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আজও পানি বেড়েছে দুর্গত এলাকায়

 
সুনামগঞ্জের জগন্নাথপুরে উজাল থেকে থেকে আসা ঢলের পানি বেড়েছে।
 
আজ বুধবারও পানি বেড়েছে জগন্নাথপুর পৌরশহরের বাড়ী জগন্নাথপুর, ইকড়ছই,
হাসিনাবাদ, আলখানাপাড়, কাছিরপার, উপজেলার সৈয়দপুর হারিকোনা, নোয়াগাঁও, গোয়ালগাঁও বুধরাইল, তেঘরি সোনাতনপুর, পীরেরগাঁও,  শাহারপাড়ার পশ্চিম এলাকায়, বড়ফেচি, কাতিয়া, রমাপতিপুর,পাইলগাও, রানীনগরসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের 
প্রায় ৪০ট্ গ্রামের মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন।
 
সৈয়দপুর এলাকার বাসিন্দা সৈয়দ মোচ্ছবির আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সৈয়দপুর-শাহারপাড়ার ইউনিয়নের কমপক্ষে ১০ থেকে -১৫ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিতে ডুবে গেছে অসংখ্যা গ্রামীণ রাস্তাঘাট।দুর্গত এলাকার লোকজনের চরম দুর্ভোগ পেহাচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চ.দা.) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, আজ বৃষ্টি না হলেও দু্র্গত এলাকায় পানি কিছুটা বেড়েছে। আমরা পরিস্থিতি সার্বক্ষনিক নজরদারী করছি এবং প্রতিদিনই সরেজমিনে গিয়ে ত্রান বিতরন করা হচ্ছে।
Exit mobile version