Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আজিজুস সামাদ ডন- আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে সরকার পরিচালনায় রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে

স্টাফ রিপোর্টার ::
কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ ডন বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আর্দশ ও জননেত্রীর দর্শনের উন্নয়ন অব্যাহত রাখার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে। তিবি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড, ষড়যন্ত্রকারীদের সকল কৌশল নস্যাৎ করে দেবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে সরকার পরিচালনায় রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, একের পর এক ষড়যন্ত্র হচ্ছে আওয়ামীলীগের বিরুদ্ধে। সুতরাং সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগনের পাশে থেকে কাজ করার তিনি অনুরোধ জানান ।

তিনি বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের উদ্যোগে স্থানীয় রানীগঞ্জ বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রবীন আওয়ামীলীগ নেতা শাহজাহান মুক্তার মিয়ার সভাপতিত্বে ও হাজী আকমল হোসেন এবং সুমন আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল হাসিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক তাজউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামীলীগ নেতা পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম আহবায়ক কালি কুমার রায়, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীর।
অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন শাহিন তালুকদার, সাবেক ইউপি সদস্য আবু তাহের, সিদ্দিকুর রহমান, আনোয়ার কৌরেশী, সেলিম আহমদ, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এসআর রজন আশিক, ইমরুল হক, মোতাহির আলী নুনু, জিলানী লিভুল আহমদ প্রমুখ।

এর পূর্বে আজিজুস সামাদ ডন রৌয়াইল বাজারে আওয়ামীলীগ নেতা মশাহিদ মিয়ার সভাপতিত্বে ও আব্দুল বাছিতের পরিচালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Exit mobile version