Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আজ থেকে ১০ টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম শুরু হবে

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে ১০ টাকা কেজি দরে চাল সংগ্রহের কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে এ উপজেলায় এ কার্যক্রম চালু হতে যাচ্ছে। জগন্নাথপুর উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার আটটি ইউনিয়নে প্রায় ১০ হাজার গত দরিদ্র মানুষ এ সুবিধা পাবেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ আনুষ্ঠানিকভাবে রানীগঞ্জে আজ সকাল ১১টায় এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রেজা। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিবদ্ধ এ প্রকল্পের মাধ্যমে জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নের সুবিধাভোগীদের তালিকা ইতিমধ্যে প্রস্তুত করে ডিলারদের মাধ্যমে চাল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। রানীগঞ্জ ইউনিয়ন থেকে কার্যক্রম চালুর মাধ্যমে উপজেলা ব্যাপী তা চালু করা হবে। তিনি জানান, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ শ্লোগানে সুবিধাভোগীরা জনপ্রতি ৩০ কেজি চাল পাবেন। বছরের ৫ মাস এ সুবিধা পাবেন বলে তিনি জানান।

Exit mobile version