Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আদালত থেকে জামিনে এসে দোকানঘর জ্বালিয়ে মালামাল লুট করার অভিযোগ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালত থেকে জামিনে বের হয়ে একটি দোকানঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিরপুর গ্রামে বৃস্পতিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ পত্র থেকে জানা যায়, কাদিরপুর গ্রামের আব্দুর রহিমের সঙ্গে একই গ্রামের আব্দুল নুরের দীর্ঘদিন ধরে পুর্ব বিরোধ চলছিল। এনিয়ে মামলা মোকদ্দমাও চলছে। আব্দুর রহিমের ভাতিজার দায়ের করা একটি মামলায় আব্দুর নুর প্রায় দুই সপ্তাহ কারাভোগ করে বৃহস্পতিবার আদালত থেকে জামিনে এসে তার সঙ্গীদের নিয়ে আব্দুর রহিমের মালিকানাধীন মুদি দোকানের প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে আগুন দিয়ে দোকানঘরটি জ্বালিয়ে দিয়েছে। আব্দুল নুর অভিযোগকারীকে হত্যার হুমকি প্রদান করেছে বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরির্দশন করেছে।
ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার এস,আই কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরির্দশন করেছি। তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Exit mobile version