Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আবারও ভূমিকম্প ব্যাংক অফিসার আহত

আজিজুর রহমান আজিজ:: আজ মঙ্গলবার দুপুর ১টা ৭ মিনিটে জগন্নাথপুরে আবারও ভূমিকম্প হয়েছে। প্রায় মিনিট খানেক এই কম্পন চলতে থাকে। ভূমিকম্পে আহত হন জগন্নাথপুর জনতা ব্যাংকের এক শাখা কমর্র্কতা। সাকলাইন আহমদ নামের ওই ব্যাংক অফিসার দায়িত্ব পালনকালে ভূমিকম্পে পড়ে গিয়ে আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে আছেন বলে ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের রাজধানী কাঠমন্ডু থেকে ৮৩ কিলোকিমার পূর্বে। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো ৭.১। এতে কাঁপলো বাংলাদেশ ভারত সহ গোটা হিমালয় এলাকা।
ভূকম্পন চলাকালে অফিস আদালত বাসা বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে রাস্তায় আসেন। হিন্দু সম্প্রদায়ের নারীরা উলুধ্বনী দেন।
সিলেট অফিসের আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী জানান, সিলেটে ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৯।

তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির সংবাদ এখনও পাওয়া যায়নি। রাজধানী ঢাকাসহ কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বগুড়া, রাজশাহী, নাটোর, রংপুর, পাবনা, চুয়াডাঙ্গা, লালমনির হাটেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।এদিকে ভারতের রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার ও চীনের কিছু অংশেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

Exit mobile version