Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আমপাড়া নিয়ে বাকপ্রতিবন্ধী খুনের ঘটনায় মামলা দায়ের আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামে আমপাড়া নিয়ে চাচাতো ভাইয়ের হামলায় বাক প্রতিবন্ধী ব্যক্তি খুনের ঘটনায় এক সপ্তাহ পর নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ মামলার একমাত্র আসামি কে আজ গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার আটঘর গ্রামের বাক প্রতিবন্ধী সাদিকুর রহমান (৫০) তার চাচাতো ভাই মানসিক ভারসাম্যহীন ফখরুল খান এর গাছের আম গত ১৬ মে পাড়তে গেলে আমগাছের মালিক ফখরুল খান তাকে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে লাঠির আঘাতটি বাক প্রতিবন্ধীর মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান। এ ঘটনায় নিহত বাকপ্রতিবন্ধী ছেলে সায়মুর রহমান খান বাদী হয়ে গতরাতে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ একমাত্র আসামি ফখরুল খান কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান জানান, আমপাড়া নিয়ে ঝগড়ায় বাকপ্রতিবন্ধী মারা যাওয়ার ঘটনায় তার ছেলে বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ মামলার একমাত্র আসামি কে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠায়।

Exit mobile version