Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আরেকটি বিদ্যুতের সাব স্টেশন নির্মাণ হচ্ছে, জমি হস্তান্তর

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শতকোটি টাকা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যুতের নতুন সাব স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে সাব স্টেশনের ভূমি হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ,সিলেট জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন, সহকারি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরী, সাইদুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার জনাব আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম‌্যান ত্বৈ মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ, সহকারি প্রকৌশলী পাভেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জগন্নাথপুরের ভূমি অফিসার সার্ভেয়ার আব্দুল মোনায়েম, এলাকার হাজী আলা মিয়া, আব্দুল তাহিদ, আশিক মিয়া, আতিক মিয়া, হারিক মিয়া, বারিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল মোমিন নাছির, এলাকার যুবক আব্দুল মুহিত, হেলাল আহমদসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,মাননীয় পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্ঠায় শতকোটি টাকার প্রকল্পের আওতায় জগন্নাথপুরের বিদ্যুতের উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে। এই প্রকল্পের আওতায় বিদ্যুতের ২৫ কোটি টাকা ব্যয়ে নতুন আরেকটি সাব স্টেশন নির্মাণের জন্য ৮০ শতাংশ ভূমির প্রয়োজন। সরকারিভাবে আমরা ২০ শতাংশ ভূমি পেয়েছি। এবং স্থানীয়দের নিকট ৬০ শতাংশ ভূমি ক্রয় করা হয়েছে। ভূমি হস্তান্তর করা হয়েছে। আশা করছি অচিরেই কাজ শুরু হবে। তিনি জানান, লোডশেডিং ও লো-ভোল্টেজ কমাতে ওই প্রকল্পের অর্থায়নে এরমধ্যে আমরা নতুন বিদ্যুতের তার স্থাপনের কাজ শুরু করেছি।

Exit mobile version