Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আসামী ধরতে গিয়ে পুলিশ-নারীসহ আহত -৬

স্টাফ রিপের্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মঙ্গলবার বিকেলে পুলিশ আসামী ধরতে গিয়ে নারীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ দাবী করেছে ওয়ারেন্টভূক্ত আসামীকে পুলিশের নিকট থেকে ছিনিয়ে যাওয়ার সময় পুলিশ ও আসামী পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটেছে। এতে ৪ পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন এসআই আবদুস সালাম (৪৬), এ এসআই অরুন সিংহ (২৯), এএসআই শাহিন চৌধুরী (৩৭), কনষ্টেবল বেলাল আহমদ (৩০) আসামী পক্ষের আফরাতুন নেছা (৪০), ও আলেচা বিবি (৩৮)। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাও (নোয়াগাও) গ্রামের আবদুর রহিমের ছেলে সফরুল ইসলামের বিরুদ্ধে থানা একটি মামলার ওয়ারেন্ট ছিল। যার প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এসআই আবদুস সালামের নেতৃত্বে একদল পুলিশ আসামী ধরতে ওই গ্রামে অভিযান চালিয়ে সফরুল ইসলাম কে গ্রেফতার করে। এ সময় পুলিশ ও আসামী পক্ষের মধ্যে সংঘর্ষ ৃসষ্টি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওয়ারেন্টের আসামী সফরুল ইসলামের চাচাত্ব ভাই মজর আলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, পুলিশ আসামী ধরতে এসে ঘরের নারীদের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করেছে। পুলিশ প্রতিপক্ষের লোকজনের পক্ষে অবস্থা নিয়েছে। আমরা পুলিশের ওপর কোনো হামলা করিনি। এটা মিথ্যা।

স্থানীয় কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস হাসিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, শুনেছি পুলিশ আসামী ধরতে গেলে এ সময় নারীরা একটু ছিল্লাছিল্লি করেছে। এতে পুলিশ ঘরের ২ নারীকে পিটিয়েছে বলে খবর পেয়েছি। পুলিশের ওপর হামলার কোন খবর জানি না। এটা সম্পুর্ন মিথ্যা। পুলিশ আমাদেরকে ফাঁসানোর জন্য নাটক সাজিয়েছে।

জগন্নাথপুর থানার এসআই আবদুস সালাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ওয়ারেন্টের আসামী নিয়ে নৌকাযোগে ফেরার পক্ষে আসামী পক্ষের লোকজন পুলিশের ওপর চড়া হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এতে আমিসহ ৪ পুলিশ আহত হয়েছি।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, পুলিশের নিকট থেকে আসামী ছিনিয়ে নিতে আসামী পক্ষের লোকজন হামলা করেছে পুলিশের ওপর। গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version