Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইউএনও’র নির্দেশে বাল্য বিবাহ পন্ড

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে একটি বাল্যবিবাহ পন্ড হয়ে গেছে। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের আব্দুল হাই এর ১৭ বছরের মেয়ে রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মজমিল মিয়ার ছেলে সাহিনুর রহমান (২১) এর সাথে পারিবারিকভাবে বিয়ের দিনক্ষন ঠিক করা হয়। বাল্য বিবাহের অয়োজনের বিষয়টি এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ কে অবহিত করলে ইউএনও এর নির্দেশে জগন্নাথপুর থানা পুলিশ মেয়ের বাড়িতে গিয়ে বাল্য বিবাহের সকল আয়োজন পন্ড করে দেয়। পরে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মখলিছ মিয়া পূনাঙ্গ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে উভয় পরিবারের অভিভাবকদের নিকট থেকে অঙ্গীকার নামা গ্রহণ করেন। পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাল্য বিবাহের খবর পেয়ে ছেলে মেয়ের পরিবারকে বিষয়টি বুঝিয়ে বলার পর তারা বাল্যবিবাহ না দিতে সন্মত হয়েছেন। পূণাঙ্গ বয়স হওয়ার পর এ বিয়ে হবে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বাল্য বিবাহের খবর পেয়ে তাৎক্ষনিক পদক্ষেপ নেয়ায় বাল্যবিবাহটি বন্ধ করা গেছে। তিনি বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখতে সচেতন জনগোষ্ঠেীর প্রতি আহ্বান জানান।

Exit mobile version