Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনায় ব্যারিষ্টার ইমন-বর্তমান সরকার তৃণমুলের জনপ্রতিনিধিদেরকে গুরুত্ব দিয়ে উন্নয়ণ কাজ বাস্তবায়ন করছে

OLYMPUS DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের সততা ও সচ্ছতার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের দেয়া রায়ের প্রতিদান রক্ষা করতে হবে। তিনি বলেন, জনপ্রতিনিধিরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে এলাকার উন্নয়নসহ সার্বিক অগ্রগতি কেউ রুখতে পারবে না। ব্যারিষ্টার ইমন বলেন, শেখ হাসিনার সরকার তৃণমুলের জনপ্রতিনিধিদের গুরুত্ব দিয়ে সারা দেশে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। তাই নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ভোটের মর্যদা অক্ষুন্ন রেখে কাজ করে যেতে হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে
জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজারস্থ শাহ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের উদ্যোগে উপজেলার নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।

OLYMPUS DIGITAL CAMERA

শাহ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আবুল মহসিন হিরা মিয়ার সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল জাকারিয়া আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া , পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক ইবনে আনিস। সভায় স্বাগত বক্তব্য রাখেন কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সুরঞ্জিত কুমার সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহ জিল্লুর করিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আ স ম আবু তাহিদ, সাংবাদিক মো: আব্দুল হাই, সমাজসেবী মাস্টার আব্দুল তাহিদ প্রমুখ পরে প্রধান অতিথি সংবর্ধিত অতিথি চেয়ারম্যানদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন।
Exit mobile version