Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদ-

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীর হাত ধরে টানাটানির অভিযোগে এক বখাটেকে ১০দিনের কারাদ- প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্র জানা যায়, উপেজলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের আব্দুল হান্নানের ছেলে বখাটে জুয়েল আমিন (২০) এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সঙ্গে কিছুদিন ধরে উক্ত্যত করে আসছিল। গতকাল রোববার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বখাটে জুয়েল আমিন স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি করে। এসময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজুল আলম মাসুম সত্যতা নিশ্চিত করে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলছাত্রীর সঙ্গে ইভটিজিং করার রায়ে বখাটে যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাদণ্ড প্রাপ্ত যুবককে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version