Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইমনের চশমার পক্ষে জনপ্রতিনিধি ও নেতৃমুল নেতাকর্মীর সঙ্গে আওয়ামীলীগের সভা

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী এম, ব্যারিষ্টার এনামুল কবির ইমনের চশমা প্রতীক সর্মথনে উপজেলা আওয়ামীগের উদ্যোগে মঙ্গলবার দলীয় কার্য্যালয়ে জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন দক্ষিন সুনামগঞ্জের আওয়ামীলীগ নেতা আবুল হাসনাত, তহুর আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব কামালী, পাইলগাও ইউনিয়নের চেয়ারম্যান মুখলেছুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিক মিয়া, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বীপাল কান্তি দেব, পাটলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী জমশেদ মিয়া, মীরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাদির শিকদার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক আলাউদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ কাবেরী, সাধারন সম্পাদক আবু খয়েস ইসরাইল, পাইলগাও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যন আপ্তাব উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল তাহিদ প্রমুখ।
সভায় বক্তরা বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী জগন্নাথপুরের সন্তান ব্যারিষ্টার এম, এনামুল কবির ইমনের চশমা প্রতিকে ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত করতে হবে। এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সবাইকে মাঠে কাজ করার জন্য আহবান হয়।

Exit mobile version