Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

ইয়াবা ট্যাবলেট দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই র‌্যাবের জালে ফেঁসে গেলেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজারে এ ঘটনাটি ঘটেছে গতকাল  মঙ্গলবার বিকেলে।

আজ বুধবার এ ঘটনায় অভিযুক্ত আতিক মিয়া কে জগন্নাথপুর থানা পুলিশ সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।
এলাকাবাসী ও জগন্নাথপুর থানা পুলিশ সূত্র জানায়, আশারকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের আক্তার হোসেনের সাথে একই ইউনিয়নের আটঘর গ্রামের আতিক মিয়ার গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। যার জের ধরে আতিক মিয়া র‌্যাব-০৯ র‌্যাপিড অ‌্যাকশন ব‌্যাটিলিয়ান কে ইয়াবা ব‌্যবসায়ী ধরার তথ‌্য দিয়ে দাওরাই বাজারে এনে নিজে আক্তার মিয়াকে বাজারের একটি দোকানে ডেকে নিয়ে ইয়াবা পকেটে ঢুকিয়ে দিয়ে র্যাবকে খবর দিলে র্যাব আক্তার মিয়াকে আটক করে। বিষয়টি সন্দেহ হলে র‌্যাব-০৯ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সুহেল রানা আতিক মিয়া কে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে আক্তার মিয়া কে ছেড়ে দেন। পরে আতিক মিয়া কে জগন্নাথপুর থানায় হস্তান্তর করে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক কবির উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, একজনকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন। এঘটনায় মাদকদ্রবব্য আইনে মামলা হয়েছে। ধৃত আতিক মিয়াকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version