Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ঈদবাজারে বিদ্যুতের ভেলকিবাজি, ক্ষুব্দ ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে টানা ৪টা ঘন্টা বিদ্যুৎ না থাকায় ঈদবাজারে প্রভাব পড়ে বেচাকেনায়। এছাড়া রমজান মাসে এত দীর্ঘক্ষন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষোব্দ উপজেলাবাসী। শুক্রবার রাত ৯টা থেকে টানা ১২ পর্যন্ত বিদ্যুৎ ছিল না।
ব্যবসায়ী ও গ্রাহকরা জানান, আর দুই অথবা তিন দিন পরে ঈদ। এখন বেচারকেচার সময়। ক্রেতাদের ভীর বেড়ে গেছে। এর মধ্যে বিদ্যুতের অত্যাচারে ব্যবসায়ী কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কাপড় ব্যবসায়ী বকুল গোপ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ঈদের বেচাকেনা যে মূর্হুতের শুরু হয়েছে টিক সেই সময় বিদ্যুতের ভেলকিবাজিতে ব্যবসার ক্ষতি হয়েছে। এ রকম দীর্ঘসময় যদি বিদ্যুতের লোডশেডিং করা হয়ে তাহলে মারাত্মকভাবে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হব।
জগন্নাথপুর উপজেলা বিদুতের সহকারী প্রকৌশলী পাভেল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান,জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করায় জগন্নাথপুরের বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।

Exit mobile version