Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ঈদের প্রথম প্রহরে বিদ্যুৎ বিভ্রাট, কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে দীর্ঘদিন ধরেই যখন তখন বিদ্যুৎ বিভ্রাট চলছে। এ সমস্যা অনেক দিন যাবত। ঈদ দিন সকালেই বিদ্যুতের বিদ্যুৎ চলে যায়। ফলে ঈদের জামাতে মুসল্লিদের দূর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি বাসা বাড়িতেও বিদ্যুৎ না থাকায় কষ্টের মধ্যে পড়তে হয় গ্রাহকদের।

উপজেলাবাসী জানান, এক মাস সিয়াম সাধনার পর সোমবার সুর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুসলমানদের ঘরে ঘরে যখন পবিত্র ঈদ-উল-ফিরত কে ঘীরে আনন্দ, উৎসাহ উদ্দিপনা শুরু দেখা দেয় টিক সেই সময় অথাৎ সকাল সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ চলে যায়। আড়াই ঘন্টা পর বিদুতের দেখা মিলে। ততক্ষনে ঈদের জামাত প্রায় শেষ। এর কিছু সময় পর বিদ্যুৎ সরবরাহ করা হলেও ফের বিদ্যুৎ চলে যায়। ফলে ঘনঘন বিদ্যুতের লোডশেডিংয়ের যন্ত্রনায় অতিষ্ট হয়ে উঠেছেন উপজেলাবাসী।
জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা ফজলু মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ঈদের জামাত আদায়ের লক্ষ্যে বাসা বাড়িতে যখন মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওই সময় বিদ্যুৎ চলে যায়। জামাতে পড়ার সময় এ বিদ্যুতের দেখা মেলেনি।
মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবের শুরুই বিদ্যুতের র্দীঘ সময় লোডশেডিং করায় বিদ্যুৎ কর্মকর্তাদের কান্ডজ্ঞানহীন এমন আচারনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
জগন্নাথপুর উপজেলা বিদ্যুতের সহকারী প্রকৌশলী পাভেল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম জানান, জগন্নাথপুর-সিলেট লাইনের বিদ্যুতের মূল ৩৩ হাজার কেভি লাইনে ক্রটি দেখা দেয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।

Exit mobile version