Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ঈদ বোনাস হিসেবে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে ঈদকে পুজি করে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।সোমবার ঈদের দিন ছোট ছোট যানবাহনের চালকরা ঈদের বোনাস হিসেবে যাত্রীদের কাজ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০ থেকে ২০ টাকা করে আদায় করেন।
জানা যায়, পবিত্র উল ফিতরের দিন জগন্নাথপুর শহরসহ উপজেলা বিভিন্ন স্থানে যাতায়াতে রিস্কা, অটোরিস্কা, লেগুনা সিএনজিসহ বিভিন্ন ছোট ছোট যানবাহনের চালকগন যাত্রীদের নিকট থেকে ভাড়া হিসেবে অতিরিক্ত টাকা আদায় করে।
পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা নুরুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ঈদের বোনাস বলে যাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে চালকরা অতিরিক্ত ভাড়া আদায় নিচ্ছেন। স্থানীয় পৌর পয়েন্ট থেকে একটি অটোরিস্কা হাসপাতাল পয়েন্টে পযন্ত চালক আমার নিকট থেকে নির্ধারিত ১০ টাকা ভাড়ার চেয়ে ২০ টাকা বেশি নিয়েছেন। এটা একধরনের জুলুম।
পৌরশহরের অটোরিস্কা চালক জালাল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’কে জানান, ঈদ উপলক্ষে আমরা নির্ধারিত ভাড়া চেয়ে ৫ টাকা বেশি নিচ্ছি। য যাত্রীরা ঈদের খুশিতে আমরাদের ঈদ বোনাস হিসেবে দিচ্ছেন।

Exit mobile version