Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উদীচীর মানবতার দেয়াল স্হাপন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে পৌর শহরের একটি দেয়ালে স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল’। এসব দেয়ালে ঝুলছে শার্ট,প্যান্ট,গেঞ্জি, জ্যাকেট,সোয়েটার,জুতা মোজাসহ শীতের বিভিন্ন ধরনের কাপড়। দেয়ালের একপাশে বক্সের ভেতর লেখা ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান,আরেক পাশে লেখা ‘প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান। এছাড়াও একপাশে লেখা রয়েছে এসব অপ্রয়োজনীয় জিনিস দিয়ে গর্ববোধ করবেন না অপরপ্রান্তে লেখা রয়েছে আপনার প্রয়োজনীয় জিনিস নিতে লজ্জাবোধ করবেন না। দেশের বিভিন্ন জায়গা মতো সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে গতকাল শনিবার মানবতার এই দেয়াল স্থাপন করে উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখা।

জগন্নাথপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম এর উদ্ধোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম,উদীচূ শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী উদীচীর সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দে,সহসভাপতি জুয়েল দাশ,যুগ্মসাধারন সম্পাদক আব্দুল মুকিত,রনি রাজ, নুর আহমদ রুদ্র,পরিমল।উদীচ প্রমুখ
মানবতার দেয়াল সর্ম্পকে জানতে চাইলে আয়োজকদের একজন রনিরাজ বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে উদীচীশিল্পীগোষ্ঠী কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মানবতদার দেয়াল স্থাপন করা হয়। সংগঠনের সভাপতি
সতীশ গোস্বামী বলেন,আমাদের আহ্বানে সাড়া দিয়ে অনেক মানুষ তাদের অপ্রয়োজনীয় কাপড় মানবতার দেয়ালে এনে ঝুলিয়ে দিয়েছেন। আমরা আশা করিছি মানবতার এই দেয়াল সত্যিকারের মানবতার কল্যাণে কাজ করবে। তিনি বলেন, গতকাল আমরা পৌর এলাকার একটি পয়েন্টে এই দেয়াল স্থাপন করেছি। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্নস্থানে এমন উদ্যোগ ছড়িয়ে দিতে চাই।
উদীচীর সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দে বলেন,আমাদের সমাজের মধ্যবৃত্তথেকে শুরু করে ধনী পরিবারগুলোতে অনেক অপ্রয়োজনীয় কাপড় ঘরে পড়ে থাকে। যেগুলো একটু আন্তরিকতার মাধ্যমে মানতবার দেয়ালে এনে রাখলে দরিদ্র শীতার্তরা উপকৃত হবেন।
জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম উদীচীর উদ্যাগ প্রশংসনীয় বলে উল্লেখ করে আয়োজকদের সাধুবাদ জানান।

Exit mobile version