Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উন্নয়ন মেলা সমাপ্ত

স্টাফ রির্পোটার :; জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা বুধবার শেষ হয়েছে। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অটিরিযামে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,.প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুরসালিন,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম সৈয়দপুর শাহারপাড়ার চেয়ারম্যান তৈয়ব মিয়া,মাধ্যমিক শিক্ষা অফিসার মখলিছুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, মৎস্য অফিসার ওয়াহিদুল আবরার,পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী প্রমুখ। তিন দিন ব্যাপী মেলায় অংশ গ্রহণকারী ৪০টি ষ্টলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৫টি ষ্টলকে পুরস্কৃত করা হয়। ইউনিয়ন পরিষদ ক্যাটাগরিতে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ষ্টল, সরকারী বিভিন্ন দপ্তরের মধ্যে মৎস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ষ্টল, এছাড়াও স্বাস্থ্য বিভাগের উন্নয়ন নিয়ে উপস্থাপনার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন ও পানি উন্নয়ন বোর্ডের প্রর্দশনীর জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়।

Exit mobile version