Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ণ পরিষদ নির্বাচন পঞ্চম ধাপে অনুষ্টিত হওয়ায় কিছুটা উত্তাপহীণ থাকলেও উপজেলা ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি দাখিল মাদ্রাসায় একযোগে ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্টিত হওয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর হয়ে পড়ে। উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার চিত্র দেখা যায়। এছাড়াও বিভিন্ন ইউনিয়নগুলোতে মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করেন।
IMG-20160331-WA0005 জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটের মাধ্যমে যারা বিজয়ী হলেন তারা হলেন শ্রুতি সরকার তৃষা,ঐশ্বরীয়া দাশ ঐশী, তাজমিন আক্তার রিহা, ইসরাত জাহান, রুনা বেগম আফসানা মিমি, তাহরিন ফাতেমা। ওই বিদ্যালয়ের ২৯১জন শিক্ষার্থী ভোটার ভোটের মাধ্যমে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে তাদের মতামত প্রদান করেন।
জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনু বলেন,জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা স্টুডেন্টস কেবিনেট নির্বাচন করেছ। যা নেতৃত্বে বিকাশে একটি ভাল উদ্যোগ। আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমরান অাহমদ জানান, আমাদের বিদ্যালয়ে শিক্ষারথীরা বেশ আগ্রহ নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনা ছিল শিক্ষাথী ও অভিভাবকদের মধ্যে। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, জগন্নাথপুর উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি দাখিল মাদ্রাসায় একযোগে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version