Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উৎসবের আমেজে ভোট দিচ্ছেন নারী ভোটাররা

রেজুওয়ান কোরেশী/ কামরুল ইসলাম মাহি::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে নারী ভোটারের সংখ্যা চোখে পড়ার মতো।

সকাল ১০ টার দিকে ইকড়ছই মাদরাসা ভোটকেন্দ্র গিয়ে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ লাইন। সবার মাঝে বেশ উৎসবের আমেজ বিরাজ করছে।

নারী ভোটাররা জানিয়েছেন, ইভিএমের মাধ্যমে এই প্রথম তারা ভোট দেবেন। এ যেন এক নতুন অভিজ্ঞতা। এছাড়া পরিবার এবং সংসারের কাজসহ বিভিন্ন কারণে সচরাচর বাইরে বের হওয়া পড়ে না। তাই পরিচিতজনদের সঙ্গে সাক্ষাত হওয়ার এই এক সুযোগ।

নারী ভোটার ছুমাইয়া বেগম বলেন, আমি টিভি খুললেই দেখতাম খবরে দেখাচ্ছে ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে। ছেলে মেয়েদের জিজ্ঞেস করতাম ইভিএম কী, তখন তারা আমাকে বুজিয়ে বলত। আজ সেই ইভিএমের মাধ্যমে ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে।

এদিকে নির্বাচনে অপ্রীতিকর যেকোন ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহীনির উপস্থিতি রয়েছে।

নির্বাচনে ৫ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া (নৌকা), বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার (চামচ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি আমজাদ আলী শফিক (মোবাইলফোন) ও স্বতন্ত্র প্রার্থী বিঞ্চু রায় (জগ)।

আর কাউন্সিলর পদে ৩৯ এবং ৯ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ পৌরসভার ভোটার ২৮ হাজার ৬শ’৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ ৯২ এবং নারী ভোটার ১৪ হাজার ২শ’ ৫০জন। মোট ভোট কেন্দ্র ১২টি।

নির্বাচনের দায়িত্বে রয়েছেন ১০ জন ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং কর্মকর্তা ১২ জন, সহকারী প্রিজাইডিং ৭৫ জন, পোলিং কর্মকর্তা ১৫০ জন। প্রতি কেন্দ্রে পুলিশের পাশাপাশি ৯ জন করে আনসার সদস্য দায়িত্বপালন করবে।

এছাড়া র‌্যাব, বিজিপিসহ পুলিশের তিন প্লাটুন স্ট্রাইকিং র্ফোস রয়েছে নির্বাচনী দায়িত্বে।

সহকারী রির্টানিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথমবারের মতো জগন্নাথপুরে ইভিএমএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

Exit mobile version