Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উৎসব আমেজে বাঙ্গালীর প্রাণের উৎসব উদযাপন

স্টাফ রিপোটার:: জগন্নাথপুরে আবহমান বাংলার চিরায়ত উৎসব পহেলা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। ১৪২২ বঙ্গাব্দকে স্বাগত জানাতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ লাল শাড়ী সাদা পাঞ্জাবী ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে , মুখোশ পড়ে, রঙ মেখে ঢঙ সেজে মঙ্গলশোভা যাত্রায় অংশ নিয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথপুরে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের এই উৎসব।
প্রতি বছরের মত এবারও উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় জনপ্রতিনিধি রাজনীতিবীদ প্রশাসনিক অফিসার আটস্কুলের শিক্ষাথী শিক্ষক, ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ স্বতস্ফুর্তভাবে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। জগন্নাথপুর আটস্কুল ও উপজেলা ও পৌর ছাত্রলীগ ব্যতিক্রমী নানা আয়োজনে শোভাযাত্রায় যোগদিয়ে শোভাযাত্রাকে আকষনীয় করে তুলে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে বৈচিত্রময় আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাঙালির এই প্রাণের উৎসব। দিনভর তারুণ্যের উচ্ছ্বাসে শহরের বিভিন্নস্থানে আনন্দ আয়োজন দেখা গেছে। ডাক বাংলা রোডের শহীদ মিনার চত্বরে এলাকাবাসীর আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও ছিল দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। সাংষ্কৃতিককমী শশী কান্ত গোপের পরিচালনায় এতে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন,এলাকাবাসীর পক্ষে আবু সুফিয়ান ঝুনু, দিলোয়ার হোসেন, এলাইছ মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন। বিকেলে উপজেলা পরিষদে লেডিস ক্লাবের উদ্যোগে চলে পান্তা ইলিশ আয়োজন। লেডিস ক্লাবের নারী নেত্রীরা বৈশাখী সাজে সজ্জিত হয়ে পান্তা ইলিশের আয়োজনকে প্রান্তবন্ত করে তুলেন। সমস্ত উৎসবকে ররঙ্গিন করে সাজিয়ে তুলতে গত কয়েকদিন ধরে মনের আলোয় রং এর ভূবনে পুরো উপজেলাকে সজ্জিত করেন আটস্কুলের শিক্ষক জুনায়েদ আহমদ সজল, শিপা বেগমসহ আটস্কুলের শিক্ষক শিক্ষাথীবৃন্দ। উপজেলা সদরের পাশাপাশি কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয় ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী চলে বাঙ্গালীর প্রাণের উৎসবের নানা আয়োজন। এছাড়াও মুঠোফোন প্রযুক্তিতে দিনভর চলে উৎসবের প্রচারণা।

Exit mobile version