Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উৎসাহ উদ্দিপনা ছাড়াই ভোট গ্রহন শেষ, অধিকাংশ ভোট কেন্দ্রগুলো ছিল ফাঁকা

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ন পরিবেশে সোমবার সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার পাওয়া যায়নি। তবে এই প্রথমবারের মতো প্রবাসি অধ্যুষিত এ উপজেলায় প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল নিতান্তই কম। ছিলনা ভোটারদের মধ্যে কোন উৎসব উদ্দিপনা। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টার পর্যন্ত একটানা গ্রহন গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটের আগের দিন রাতে এ উপজেলা বৈরী আবহাওয়া থাকলেও সকাল থেকে আবহাওয়া অনুকুলে ছিল।

ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত প্রায় শুণ্য। নজরে পড়েনি দীর্ঘ কোন নারী কিংবা পুরুষ ভোটারের লাইন। অধিকাংশ কেন্দ্রই ছিল ফাঁকা। ধারনা ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকাল ২ টা থেকে ৪ টা পর্যন্ত সামান্য সংখ্যা ভোটারদের উপস্থিতি দেখা গেলে কয়েকটি কেন্দ্রে।
ভোটারদের উপস্থিতি কম হওয়ার কারন হিসেবে স্থানীয় ভোটাররা জানিয়েছেন এ নির্বাচন নিয়ে কোন আগ্রহ না থাকায় কেন্দ্রে ভোটারদের উপস্থিত কম হয়েছে।

ভোটাররা জানান, জাতীয় নিবার্চন থেকে শুরু করে স্থানীয় সকল নির্বাচনে এ উপজেলা ব্যাপক উৎসব উদ্দিপনার পাশাপাশি নির্বাচনী উত্তাপে মুখর থাকে উপজেলা। কিন্তু এবারের নির্বাচনে কোনো উৎসাহ উদ্দিপনা ছিলনা।

এদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা পৌরশহরের ইকড়ছই সিনিয়র মাদ্রাসার ভোট কেন্দ্রের সামনে গনমাধ্যম কর্মীদের নিকট অভিযোগ করে বলেন, স্থানীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নানের এপিএস আবুল হাসনাত নির্বাচন আচারন বিধি লঙ্গন করে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রবেশ করে প্রভাব বিস্তার করছেন। তিনি বিষয়টি নির্বাচন রির্টানিং কর্মকর্তাকে জানিয়েছেন।

নির্বাচন সহকারী রির্টানিং অফিসার জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ভোটারদের উপস্থিতি কম থাকলেও নির্বাচনের পরিবেশ ছিল খুবই ভাল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধারনা করছি ৪০ ভাগ ভোট কাষ্টিং হতে পারে।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুুরুষ ভোটার ৮৩ হাজার ৬শ ৯২ ও মহিলা ভোটার ৮৩ হাজার ৮শ ৭জন। মোট ৮৭টি ভোট কেন্দ্রের ৪৩২টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ১৬ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্বে ছিলেন। আইন শৃংখলা রক্ষায় পুলিশ ৮শ ১৩জন, বিজিবি-৬০জন, র‌্যাব-৩২জন, আনসার ও ভিডিপির ১ হাজার ৪৪ এছাড়াও পুলিশ ও র‌্যাবের সাদা পোষাকে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ৯টি স্টাইকিং ফোর্স ৩১ টি মোবাইল টিম দায়িত্বপালনে ছিলেন।

Exit mobile version