Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রাথমিক সরকারী শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার::
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির চার পদে নির্বাচন সস্পন্ন হয়েছে।
সভাপতি হিসেবে শাহজাহান সিরাজী বই প্রতিক নিয়ে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিনদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক ফুটবুল প্রতিকে ১৭৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই জমে উঠে নিপেশ কান্দ দাস ও রহুল আমিনের মধ্যে। নিপেশ কান্ত দাস আম প্রতিকে ২০০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী রহুল আমিন আনারস প্রতিকে চার ভোটের ব্যবধানে ভোট পান ১৯৬ পেয়ে পরাজিত হন।
সাংঠনিক সম্পাদক পদে ওই তীব্র লড়াই হয়েছে। আবুল কালাম মাছ প্রতিকে ১৯৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল রহমান উজ্জ্বল দেওয়াল ঘড়ি প্রতিকে দুই ভোটের ব্যবধানে হেরে যান। তার প্রাপ্ত ভোট ১৯৬টি।
এছাড়াও অর্থ সম্পাদক পদে আতাউর রহমান বৈদুতিক পাখা প্রতিকে ২৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফ মিয়ার চেয়ার প্রতিকে ভোট পান ১০৯টি।
জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর আর্দশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিক হয়।
নির্বাচনে দায়িত্বে থাকা প্রধান কমিশনার আলমগীর হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে। চারটি পদে নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ছিলেন ৪৮৩টি। কাস্টিং ৩৯৯টি।

Exit mobile version