Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উৎসাহ উদ্দীপনায় রথযাত্রা পালিত

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব বৃহস্পতিবার ব্যপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হয়। জগন্নাথপুর পৌর শহরের রথবাড়িতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন।
এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,হিন্দু কমিউনিটি নেতা প্রনয় সূত্রধর, প্যানেল মেয়র সফিকুল হক শফিক, পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, পৌর কাউন্সিলার দিপক গোপ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি পংকজ রায়, কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরের সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শুধাংশু শেখর রায় বাচ্চু, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্মামী, সাধারন সম্পাদক ও বাসুদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রনব বণিক, জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারন সম্পাদক হীরা মোহন দেব, পরমানন্দ বৈঞ্চব কালা রায়, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আশুতোষ দাস, কালী বাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, রাধা গবিন্দ মন্দিরের সেবায়েত মানিক দেবনাথ, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরের সাংগঠনিক সম্পাদক বিভাষ দে, জগন্নাথপুর কেন্দ্রীয় শশ্মানঘাট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কাজল বণিক, রথযাত্রা উদযাপন পরিষদ নেতা শশীকান্ত গোপ, দেবাশীষ তালুকদার, কল্যান কান্তি রায় সানী প্রমুখ পরে শ্রীশ্রী জগন্নাথ দেব ও শ্রীশ্রী বাসুদেব বিগ্রহ নিয়ে দুটি রথটানা হয়। এতে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে।
জগন্নাথপুর পৌর শহরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রথবাড়ি নামকস্থানের আশ পাশ এলাকায় রথযাত্রা উপলক্ষে মেলা বসে। মেলায় কলাসহ ফলমুলের পাশাপাশি মাটির তৈরী খেলনাও নানা জাতের পন্য সামগ্রীর দোকান বসে। মেলায় নারী পুরুষদের পাশাপাশি সকল বয়সী উৎসুক ক্রেতাদের ভীড় দেখা যায়। দিনভর প্রচন্ড তাপদাহের থাকলেও সন্ধ্যার পর বৃষ্টিতে পূর্ণতা পাওয়া যায়। এক সপ্তাহ পর ফেরা রথের মাধ্যমে রথযাত্রার সমাপ্তি হবে।

Exit mobile version