Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এইচএসসি ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জগন্নাথপুরে এইচএসসির ভর্তির ফি
সুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি ভর্তি ফি

অতিরিক্ত টাকা আদায় করা
হচ্ছে বলে অভিযোগ পাওয়া হয়েছে। জগন্নাথপুরের আটটি কলেজের মধ্যে চারটি
কলেজে এক হাজার টাকা করে নেওয়া হলেও অপর কয়েকটি কলেজে দুই থেকে তিন হাজার
টাকা করে ভর্তি ফি নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ২৭ জুন থেকে জগন্নাথপুরের আটটি কলেজে এইচএসসিতে নতুন
শিক্ষার্থী ভর্তি নেয়া শুরু হয়েছে। আগামীকাল রোববার  (৩০ জুন) ভর্তির শেষ দিন।  কলেজগুলো হচ্ছে জগন্নাথপুর সরকারি কলেজ, শাহজালাল মহাবিদ্যালয়, সৈয়দপুর আর্দশ
কলেজ, রানীগঞ্জ কলেজ, চন্দন মিয়া সৈয়দ্দুনেচ্ছা কলেজ, ষড়পল্লী স্কুলে
এন্ড কলেজ, শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজ ও নয়াবন্দর স্কুল এন্ড কলেজ।
এসব কলেজের মধ্যে জগন্নাথপুর সরকারি কলেজে মানবিক ও বিজ্ঞান বিভাগের এইচএসসিতে ভর্তি ইচ্ছুক নতুন শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তি ফি দুই হাজার পাঁচশত টাকা করে নেওয়া হচ্ছে। শাহজালাল মহাবিদ্যালয় থেকে দুই হাজার টাকা ও সৈয়দপুর আর্দশে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আদায় করা হচ্ছে। অন্যদিকে রানীগঞ্জ কলেজ, নয়াবন্দর স্কুল এন্ড কলেজ, ষড়পল্লী স্কুল এন্ড কলেজ ও চন্দন মিয়া  সৈয়দ্দুনেচ্ছা কলেজে এক হাজার থেকে পাঁচশত টাকা নিচ্ছে।
আবু হেনা রনি নামে  এক অভিভাবক অভিযোগ করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বোর্ড নির্ধারিত ফি এক হাজার টাকা শুনেছি। অথচ আমাদের জগন্নাথপুর সরকারি কলেজে  ভর্তি ফি অতিরিক্ত টাকা নিচ্ছে। গতকাল আমি আমার এক
স্বজনকে মানবিক বিভাগে আড়াই হাজার টাকা দিয়ে ভর্তি করেছি।
এবিষয়ে জানতে  জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ফোন ধরেননি। আবার চেষ্ঠা করলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
সৈয়দপুর আর্দশ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুয়ায়ী
আমাদের কলেজ ভর্তি ফি তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তুু আমরা
এ থেকে কিছুটা কম নিচ্ছি। কত টাকা করে নিচ্ছিন জানতে চাইলে তিনি নিদিষ্ট
করে বলেননি।
নয়াবন্দর স্কুল এক কলেজ অধ্যক্ষ মতিউর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বোর্ডের নির্দেশনা মোতাবেক
আমরা এক হাজার টাকা থেকে পাঁচশত টাকা করে ফি নিচ্ছি।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,শিক্ষা মন্ত্রনায়লয়ের ওয়েব সাইটে উপজেলা পযার্রে কলেজগুলোতে এইচএসসিতে ভর্তি ফি এক হাজার দুইশত টাকা নির্ধারণ করা হয়েছে। জগন্নাথপুরে কেন অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখবো।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর  টুয়েন্টিফোর ডটকমকে  বলেন, বিষয়টি আমার জানা নেই।

Exit mobile version