Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে একমাসেও ধরা পড়েনি হায়দারের খুনীরা, মামলা সিআইডিতে হস্তান্তর

:
সুনামগঞ্জের জগন্নাথপুর এক মাসেও ধরা পড়েনি হায়দার আমিনের খুনীরা। ফলে
দু:শ্চিতায় রয়েছেন হায়দারের স্বজনরা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই
গ্রামের ওয়ারিছ উল্লা ও প্রতিবেশী হায়দার আমিনের পক্ষের লোকজনের মধ্যে
বাড়ির সীমা দিয়ে পানি নিস্কাশন নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে গত ৬জুন
প্রতিপক্ষের লোকজনের হামলায় হায়দার আমিন (৪৫) নিহত হন। এ ঘটনায় নিহতের
দুই সহোদয় আহত হন । পুলিশ খবর পেয়ে ওই দিন ওয়ারিছ উল্যার স্ত্রী সিতারা বেগমকে আটক কারাগারে পাঠায়। এছাড়াও হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে। হত্যাকা-ের ঘটনায় ৯ জুন নিহতের বদরুল আমিন বাদি হয়ে গফুর মিয়াকে প্রধান আসামী করে ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী বদরুল আমিন জানান, আব্দুল গফুরের নেতৃত্বে সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলায় চালিয়ে আমার ভাইকে খুন করে। হত্যাকা-ের একমাস পেরিয়ে
গেলেও আমার ভাইয়ের হত্যাকারী একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে
আমরা দু;শ্চিতায় আছি। দ্রুত আসামীকে প্রেপ্তারের করে খুনীদের আইনের আওতায়
এনে তাদের ফাঁসির দেয়ার দাবী করেছেন তিনি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটি গত ২৫ জুন থেকে সুনামগঞ্জের সিআইডিতে আছে। হয়েছে। সিআইডির উপ-পরিদর্শক জহির উদ্দিন মামলাটি তদন্ত করছেন।
এ বিষয়ে জানতে সিআইডির উপ পরির্দশক জহির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা
করেও তাঁকে পাওয়া যায়নি।

Exit mobile version