Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এখনও পুরোদমে শুরু হয়নি বেড়িবাঁধের কাজ

জগন্নাথপুর উপজেলায় এখনো পুরোদমে শুরু হয়নি হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ মেরামত নির্মাণ ও সংস্কার কাজ। উপজেলা পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয়ে গত বুধবার পর্যন্ত ৪৫টি প্রকল্পের মধ্যে ৪০টি প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে দাবি করে। এসময় অপর ৫ প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানানো হয়।

কৃষক ও পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলায় এবার ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৪২.৩১০ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নির্মাণ মেরামত ও সংস্কার কাজ করার কথা। এজন্য তিন কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে ৪০ টি প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদক কে প্রথম কিস্তির ২৫ শতাংশ করে টাকা পরিশোধ করা হয়েছে।
হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ শেষ করার কথা থাকলেও সব প্রকল্পের কাজ এখনো শুরু না হওয়ায় আমরা চিন্তিত।
তিনি বলেন, যেসব প্রকল্পের কাজ শুরু হয়েছে সেগুলোও ধীরগতিতে চলছে। তিনি ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ দ্রুত গতিতে শুরুর দাবি জানান।

পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, হাওর এলাকায় পানি নামতে বিলম্ব হওয়ায় এবার কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। ৪০টি প্রকল্প কমিটি কে আমরা প্রথম কিস্তির টাকা প্রদান করেছি। শীঘ্রই অপর ৫ কমিটি কে প্রথম কিস্তির টাকা পরিশোধ সাপেক্ষে কাজ পুরোদমে শুরু হবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ মেরামত ও তদারক কমিটির সভাপতি মাহফুজুল আলম মাসুম বলেন, হাওরের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসক ১৫ জানুয়ারির মধ্যে সব প্রকল্পের কাজ শুরুর নির্দেশনা দিয়েছিলেন। সে নির্দেশনা অনুযায়ী সব প্রকল্পের কাজ তদারকি করতে একজন কর্মকর্তার নেতৃত্বে সাতটি তদারক কমিটি গঠন করে দিয়েছি। এ কমিটি সার্বক্ষণিক খোঁজ খবরের মাধ্যমে কাজের অগ্রগতি জানাবে।
তিনি বলেন, আমি নিজেও এখন থেকে ফসল রক্ষা বাঁধের কাজ পর্যবেক্ষণ করব।

Exit mobile version