Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এনজিও সংস্থা আশা’র উদ্যোগে তিনদিন ব্যাপি ফিজিওথেরাপী চিকিৎসা ক্যাম্প শুরু

এনজিও সংস্থা আশা’র উদ্যোগে সুনামগঞ্জের
জগন্নাথপুরে আজ শনিবার থেকে তিনদিন ব্যাপি ফিজিওথেরাপী চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। আশা জগন্নাথপুর ব্রাঞ্চের আয়োজনে ব্রাঞ্চ অফিস প্রাঙ্গনে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্টানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ।  আশা’র আর এম ক্ষিতিশ চন্দ্র দাশের সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার কাঞ্চন কৈরীর পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আলী আকবর হোসেন, কাউন্সিলার শফিকুল হক শফিক, আশা ব্রাঞ্চের  সহকারী ম্যানেজার মো: মনোয়ার হোসেন খান, শিক্ষা সুপারভাইজার ফয়ছল আহমদ, সাংবাদিক আব্দুল হাই প্রমূখ। পরে ফিজিওথেরাপী চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আব্দুল মনাফ। আশা  জগন্নাথপুর ব্রাঞ্চ ম্যানেজার কাঞ্চন কৈরী জানান, উদ্বোধনী দিনে অর্ধ শতাধিক রোগীকে ফিজিওথেরাপী দেয়া হয়েছে। আগামী সোমবার পর্যন্ত ফিজিওথেরাপী চিকিৎসা কার্যক্রম চলবে।
Exit mobile version