Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এবার চামড়ার স্তুপ মিলল সড়কের পাশে

সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার সড়কের পাশের খালের পাওয়া গেল কোরবানির পশুর চামড়ার স্তুপ। এসব চামড়া থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। আজ বুধবার বিকেলে চারটার দিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেনতলা নামক এলাকার একটি সেতুর নিকটবর্তী স্থানে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক (আব্দুস সামাদ আজাদ) মহাসড়কের পাশের খালে কোরবানির পশুর চামড়াগুলির স্তুপ পড়ে থাকতে দেখা যায়। 
এ বিষয়ে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন. গতকাল মঙ্গলবার কে বা কাহারা কোরবানির পশুর চামড়াগুলি ফেলে গেছে সড়কের পাশে। আমাদের ধারনা ২৫০ থেকে ৩০০টি পশুর চামড়া রয়েছে ওই স্তুপে। কচুরিপানার কারণে চামড়াগুলু অপসারণ করতে সমস্যা হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান পড়ে থাকা চামড়াগুলির কথা জানিয়েছেন।
প্রসঙ্গত গতকাল মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে ৯০০ পশুর চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়।
Exit mobile version