Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এবার ৭৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার করা হবে

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলায় এবার ৫০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ১০ কোটি টাকা ব্যয়ে হাওরে ৭৫ কিলোমিটার ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ বাস্তরায়ন করা হবে।
বুধবার বিকেলে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার তদারক কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার তদারক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল ইসলাম’র সভাপতিত্বে ও পাউবোর উপ সহকারী প্রকৌশলী হাসান গাজীর পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম প্রমুখ
সভায় জানানো হয়— এবার জগন্নাথপুর উপজেলার বোরো ফসল রক্ষায় ৫০ টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ১০ কোটি টাকা ব্যয়ে হাওরের ৭৫ কিলোমিটার ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ বাস্তরায়ন করা হবে।

Exit mobile version