1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এসএসসিতে পাশের হার ৬১.৫৮ / দাখিলে ৬৯.৭৬

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার স্কুল পর্যায়ে ৬১.৫৮ ভাগ আর মাদ্রাসায় দাখিলে পাসের হার ৬৯.৭৬ ভাগ।জিপিএ-৫ এর দিক দিয়ে স্কুল পর্যায়ে ১৭ জন ও মাদ্রাসা থেকে মাত্র ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় স্কুল ও মাদ্রাসা দুটোতেই পাসের হার ও জিপিএ-৫ কমছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়,এ বছর উপজেলার ৩০ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২২৩ জন শিক্ষার্থী অংশ নেন। তারমধ্যে কৃতকার্য হয় ১৩৬৯ জন।অকৃতকার্য হয়েছেন ৮৫৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। ১৮ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেন ৮৪৭ জন শিক্ষার্থী।কৃতকার্য হয় ৫৯০ জন।অকৃতকার্য ২৫৭ জন। আল জান্নাত মাদ্রাসা থেকে একজন জিপিএ-৫ পায়।এদিকে ভোকেশনাল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান দুটির মধ্যে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জন অংশ নিয়ে ৩২ জন শিক্ষার্থী পাস করে। কলকলিয়া,রঙ্গম আলী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৪ জন অংশ নিয়ে ৪৭ জন পাস করে। জিপিএ-৫ পায় দুই জন শিক্ষার্থী। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, জগন্নাথপুরের স্কুল পর্যায়ে পাসের হার ৬৯.৭৬ ভাগ।জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী ও মাদ্রাসায় পাসের হার ৬৯.৭৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৭৬.৭০ ভাগ। গত বছরের তুলনায় স্কুল ও মাদ্রাসা দুটোতেই পাসের হার কমছে। তিনি বলেন, বোর্ডের ফলাফলের সাথে এ উপজেলার সার্বিক ফলাফল সামঞ্জস্য রয়েছে। উল্লেখ্য গত বছর এসএসসির ফলাফলে স্কুল পর্যায়ে পাসের হার ছিল ৭৫ ভাগ আর মাদ্রাসা পর্যায়ে ছিল ৮১ ভাগ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com