Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফল সন্তোষজনক নয়

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে এবারের এস,এসসি ও দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি। জিপিএ-৫ এসেছে মাত্র ১১টি। বৃহস্পতিবার সারাদেশের ন্যায় জগন্নাথপুরেও এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এবারের এসএসপি পরীক্ষায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৯শত ২১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৬শত ১ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮৩.৩৪।
মাদ্রাসা বোর্ডে ১১টি শিক্ষাপ্রতিষ্টান থেকে দাখিল পরীক্ষায় ৫শত৮৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে উর্ত্তীণ হয়েছে ৪শত ৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন শিক্ষার্থী পাশের হার ৭৭.৫৭%।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, এবারের এস,এসসি ও দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক নয়। আশা করছি আগামীতে ফলাফল ভাল হবে।

Exit mobile version