Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এসএসসি পরীক্ষায় ফলাফল সন্তুষ্টজনক, পাশের হার ৯১.৬৪ মাদ্রাসা বোর্ডে ৯৩

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফল সন্তুুষ্টিজনক হলেও জি,পি এ -৫ এর সংখ্যা খুবই কম থাকায় হতাশ হয়েছেন উপজেলাবাসী। এ বছর উপজেলায় ১ হাজার ৭শত ৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে ১ হাজার ৬শত ১২জন শিক্ষার্থী উর্ত্তীণ হন। জিপিএ-৫ পেয়েছে দুই জন শিক্ষার্থী। পাশের হার ছিল ৯১.৬৪। মাদ্রাসা প্রতিষ্টান থেকে দাখিল পরীক্ষায় থেকে অংশ নেন ৬শত ১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে উর্ত্তীণ হয়েছে ৫শত ৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কে জানান, বুধবার প্রকাশিত জগন্নাথপুর উপজেলায় এ বারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৯১.৬৪ । এবং দাখিল পরীক্ষায় পাশের হার ৯৩.০০। ফলাফল ভাল হলেও হতাশ হয়েছি জিপিএ-৫ কম হওয়ায়। আশা করছি আগামী বছর আরো ভাল ফলাফল আসবে।

Exit mobile version