Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এসে অভিজ্ঞতা বিনিময় করল কিশোরগঞ্জের দুই উপজেলা পরিষদের প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার:: উপজেলা পরিষদের শিখন কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ ও কুলিয়ারচর উপজেলা পরিষদের প্রতিনিধিদল জগন্নাথপুর সফর করেছেন। সোমবার উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের পাইলট জেলা হিসেবে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় এ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর উপজেলায় সফর করে। এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক মতবিনিময় সভা বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় কিশোরগঞ্জের জেলা ফ্যাসিলিটেটর মনির হোসেন মজুমদার, পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা পরিষদের প্রকল্প গ্রহণ পদ্ধতি ও বাস্তবায়ন প্রক্রিয়া সর্ম্পকে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা উপজেলা পরিষদের প্রকল্প গ্রহণ প্রক্রিয়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সমন্ধিত কার্যক্রম ও উপজেলা পরিষদের পরিকল্পনা ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম উপস্থাপন করেন। পরে প্রতিনিধিদল উপজেলার শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন প্রকল্প পরির্দশন করে দেখেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল মিল্লাত, প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালাম, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন খান,পাকুন্দিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুনেহার আপেল, কুলিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ আক্তার। এরআগে প্রতিনিধি সুনামগঞ্জ সদর উপজেলায় অভিজ্ঞতা বিনিময় সভায় মিলিত হন। এসময় প্রতিনিধিদলকে স্বাগত জানান সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব। এসময় সুনামগঞ্জ জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমানসহ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version