Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ওয়ারিদ উল্ল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও টিফিন বক্স বিতরণ

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী একরাম হোসেন এর অর্থায়নে টিফিন বক্স বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ হাশিম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( উপজেলার শ্রেষ্ট শিক্ষক) বাপ্পী রানী দে এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার,প্রথম আলোর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেব, জগন্নাথপুর উপজেলা শিক্ষক নেতা ধীরেন্দ্র তালুকদার, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপক কান্তি দে,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির আহমদ,শিক্ষক নোমান আহমদ, প্রাক্তন শিক্ষার্থী জামাল উদ্দিন,সমাজকর্মী ছমির আলী,আব্দুল হামিদ প্রমুখ

 

 

মা সমাবেশ শেষে ১০০ জন শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, দেশে দারিদ্রতা কমেছে। শিক্ষার হার বাড়ছে। তাই সরকারের পাশাপাশি প্রবাসীদেরকে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে হবে। তিনি ওয়ারিদনউল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে মাল্টিমিডিয়া ক্লাসের জন্য মাল্টিমিডিয়া সরঞ্জাম প্রদানের ঘোষনা দেন।এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ওয়াশব্লক নির্মানের ঘোষনা দেন। পরে যুক্তরাজ্য প্রবাসী একরাম হোসেন কে সন্মাননা স্মারক ও অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version