Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কলেজছাত্রীর মৃত্যু :৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে আন্দোলনের নতুন কর্মসুচী ঘোষনা

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমেনা বেগমের ধর্ষক ইউনুছের গ্রেফতার দাবী করে শিক্ষার্থীদের দেওয়া ৪৮ ঘন্টার আল্টিমেটাম বুধবার শেষ হয়েছে।

সোমবার জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসুচী পালন শেষে ধর্ষনের শিকার কলেজ ছাত্রীর মৃতে্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে এ আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমা শেষেবুধবার নতুন কর্মসুচী ঘোষনা করেছে কলেজের শিক্ষার্থীরা। আগামী শনিবার তারা ক্লাব বর্জনের ঘোষনা দিয়েছে।

জগন্নাথপুর ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্র মাসুম হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমাদের কলেজের মেধাবি ছাত্রী রুমেনা ধর্ষনের শিকার হয়ে ঘৃনা আর লজ্জায় ৩১ জুলাই বিষপান করে আত্মহত্যা করে। ঘটনার ১০দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ধর্ষকের গ্রেফতারের দাবীতে শনিবার আমরা ক্লাস বর্জনের ঘোষনা দিয়েছি।

ঘটনার তদন্ত কর্মকর্তা লুৎফুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকেজানান, আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ধর্ষকে ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে তথ্যদাতাকে পুরস্কার দেয়ার ঘোষনা করা হয়েছে।

প্রসঙ্গত’ ২৫ জুলাই পাটলী ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে ইউনুছ মিয়া কলেজ ছাত্রী রুমেনাকে ধর্ষণ করে। এতে ওই ছাত্রী বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় ধর্ষক ইউনিছ মিয়াসহ ৬ জনকে আসামী করে মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Exit mobile version