Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় দেড় মাসেও গ্রেফতায় হয়নি ধর্ষক ইউনুস

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে ধর্ষনের শিকার কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় দেড় মাসেও গ্রেফতার হয়নি ধর্ষক ইউনুস মিয়া। পুলিশ ব্যাপক অনুসন্ধানে চালিয়ে পাইনি তার সন্ধান। তবে পুলিশ এখনো তাকে ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে বলে গতকাল বুধবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানিয়েছেন।

জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের কৃষক আকলুছ মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী রুমেনা বেগম গত ২৫ জুলাই কলেজ থেকে বাড়ি ফেরার পথে তার খালাত্ব ভাই একই ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে অটো রিকশা চালক ইউনুস মিয়া (২৮) জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে নির্জন স্থানে ধর্ষণ করে। এ ঘটনাটি তার মা-বাবা জানতে পেরে গ্রামের কয়েকদিন লোক নিয়ে ধর্ষক ইউনুসের পরিবারের লোকজন বিষয়টি অবহিত করে বিচার চান। এ সময় ধর্ষকের বাবা আবু মিয়াসহ ও তার পরিবারের লোকজন তাদেরকে অপমান করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় কলেজছাত্রী ঘৃনা আর লজ্জায় ৩১ জুলাই মেয়েটি বিষপান করে আত্মহত্যা করে। এ ঘটনায় কলেজছাত্রীর ভাই বাদী হয়ে ইউনুস মিয়াসহ ৬ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করে। রুমেনার মৃতে্যুর ঘটনায় জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে নামে ধর্ষক ইউনুসু মিয়ার গ্রেফতারের দাবীতে। তৎসময় ওই ইউনিয়নের এক লন্ডন প্রবাসি ধর্ষকে ধরিয়ে দিতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করে। পাশাপাশি পুলিশও ঘাতক ইউনুসের সন্ধান নিতে পুরস্কার ঘোষনা করে। কলেজছাত্রীর মৃতে্যুর প্রায় দেড় মাস অতিবাহিত হলেও ধর্ষক ইউনুসকে গ্রেফতার করা যায়নি।

Exit mobile version