Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কস্তুর আলী এন্ড মহুরা আলী এডুকেশন ফার্ষ্ট ফাউন্ডেশন উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরশহরের কেশবপুর এলাকার কস্তুর আলী এন্ড মহুরা আলী এডুকেশন ফার্ষ্ট ফাউন্ডেশন ইউ-কে উদ্যোগে এলাকার মেধাবী গরীব ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার এ উপলক্ষে কেশবপুর আব্দুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলাচনাসভা অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবীন মুরববী সমাজসেবক মতিউর রহমানের সভাপতিত্বে ও কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন এবং আবুল হাসনাত আমীরের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাজিবুর রহমান, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ, সমাজ সেবক আব্দুল আহাদ, হাসান ফাতেমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ তালুকদার, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালিক মিয়া, আসামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম।

স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর কস্তুর আলী এন্ড মহুরা আলী এডুকেশন ফার্ষ্ট ফাউন্ডেশন ইউ-কের প্রজেষ্ট ম্যানেজার সোহেল আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের এডভাইজার সহসভাপতি মনির মিয়া।
এ সময় গ্রামের প্রবীন মুরব্বী আহাদ উল্লাহ, আব্দুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, সদস্য হুশিয়ার আলী, তৈয়বুর রহমান, আব্দুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা ইয়াসমিন, সহকারী শিক্ষক আব্দুর রউফ, কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলেয়া বেগম, শিক্ষক তাছলিমা বেগম, রাজমিনা বেগম, আব্দুল কদ্দুস , মহরম আলী, আক্তার মিয়া, আলমগীর আলী, জাবেদ, নাইম আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে এলাকার শতাধিক গরীব, দরিদ্র মেধাবী শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, স্কুলের পোশাকসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Exit mobile version