Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কাজের বিনিময়ে টাকা কর্মসুচী প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে ২০১৬-১৬ অর্থ বছরের কাজের বিনিয়মে টাকা কর্মসুচীর আওতায় রাস্তার মাটি ভরাট প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ পত্র থেকে জানা যায়, উপজেলার পাইলগাও ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাম্মদ রোসনা বেগম ৪০ দিনের কর্মসুচীর আওতায় ৪০ জন দুঃস্থ মহিলাকে কাজের বিনিয়মে টাকা প্রদানের নিমিত্তে প্রকল্প চেয়ারম্যান নিযুক্ত হয়ে ৩ লাখ ৫০ হাজার টাকার বরাদ্দ নিয়ে ভূয়া নাম দেখিয়ে ৩৫ হাজার টাকার কাজ করে অপর টাকা টাকা আত্মসাৎ করেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, প্রকল্প চেয়ারম্যান কোন দুঃস্থ মহিলাকে দিয়ে কাজ না করিয়ে তার নিজস্ব লোক নিয়ে কাজ করিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Exit mobile version