Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কালবৈশাখীর তান্ডব

স্টাফ রিপোর্টার:: কালবৈশাখী ঝড়ে জগন্নাথপুর উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত আটটা থেকে প্রায় দুঘন্টা ব্যাপী কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক কাচাঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। এছাড়াও অসংখ্য গাছপালা বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। কালবৈশাখী ঝড় শুরু পর থেকে জগন্নাথপুর উপজেলার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এরিপোর্ট লেখা অবিধ বিদুতের দেখা পাওয়া যায়নি। কবে পাওয়া যাবে তাও নিশ্চিত করে বলতে পারছেনা বিদ্যুৎ বিভাগ। হাওর অধ্যুষিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বেশকিছু কাঁচাঘর বাড়ি বিধ্বস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তন্মেধ্যে ভূরাখালি গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মানিকের ছেলে আমির মিয়া,একই গ্রামের সাইফুল আলম,গিয়াস উদ্দিনের ঘর পড়ে যায়। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক কাচাঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় গাছপালা ও দোকানপাটের সাইনবোর্ড পড়ে গেছে। জগন্নাখপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ অফিসার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,কালবৈশাখী তান্ডবে বিদ্যুতের তার খুটি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশেষ করে গাছপালা পড়ে গিয়ে তার ও খুটির ক্ষতি সাধিত হয়েছে। আমরা কাজ শুরু করেছি। যতদ্রুত সম্ভব সংযোগ চালুর কিন্তু সঠিক করে বলা যাচ্ছে না কত সময় লাগবে।

Exit mobile version