Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কাল বৈশাখী ঝড়ে ঘর বাড়ি বিধ্বস্ত গোয়ালঘর পড়ে গরুর মৃত্যু

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে কাল বৈশাখী ঝড়ে সহস্রাধিক বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি গাছ,পালার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়েঘরপড়ে গবাদিপশুর মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈখাশী ঝড়ে পৌরশহরসহ বিভিন্ন ইউনিয়নের সহ¯্রাধিক কাঁচা ঘর বাড়ির লন্ডভন্ড হয়ে যায়। এছাড়া অসংখ্যা গাছ পালা ভেঙ্গে পড়েছে । ঝড়ের তীব্রতায় অধিকাংশ বসতবাড়ির টিনের চাল উড়ে দূরবর্তী স্থানে গিয়ে পড়েছে। পৌর এলাকার হবিবনগরসহ উপজেলার বিভিন্নস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাইলগাঁও ইউনিয়নের জালালপুর(সৈয়দপুর) গ্রামের কৃষক আজির উদ্দিনের গোয়ালঘর পড়ে গিয়ে একটি গরু মারা যায়। এছাড়াও ওই ইউনিয়নের আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মখলিছুর রহমান।
স্থানীয় বিদ্যুৎ অফিস জানিয়েছে, ঝড়ে ১০/১৫টি বিদ্যুৎ এর খুঁটি উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন রয়েছে।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। ক্ষয়ক্ষতির তালিকা ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা হচ্ছে।

Exit mobile version